দেশজুড়ে

কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরি, কারখানা মালিকের জরিমানা

কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এ আদেশ দেন।

Advertisement

তিনি জানান, দুপুরে জগন্নাথপুরে হাবিব ভেরাইটিজ স্টোরের কারখানায় অভিযান চালায় অধিদপ্তর। এসময় কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অপরাধে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ জরিমানা করা হয়। একই সময় মূল্যতালিকা না থাকায় একটি মুদি দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

Advertisement