একুশে বইমেলা

বাংলাদেশের ছোটগল্প আলাদা করে চিনতে কষ্ট হয়

বাংলা কথাসাহিত্যের বয়সকাল খুব বেশি নয়। আর বাংলা ছোটগল্পের বয়সকাল আরও কম। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে শুরু হয়ে এখনো চলছে। হিসেব করলে দেড়শ` থেকে পৌনে দুইশ` বছর হবে। এই অল্প সময়ে বিশ্বসাহিত্যে বাংলা ছোটগল্প ভালো একটি অবস্থান করে নিতে পেরেছে বলে আমি বিশ্বাস করি।সমকালীন বাংলাদেশি সাহিত্যে যাদের গল্পের সঙ্গে আমাদের পরিচয় তাদের অনেকেরই উত্থান স্বাধীনতার পূর্ববর্তী সময়ে। সেজন্য বাংলাদেশের ছোটগল্প বলতে আলাদা করে চিনতে এখনো আমাদের কষ্ট হয়। স্বাধীনতার পর ৪৫ বছর অতিবাহিত হয়েছে। যদিও কোনো সাহিত্য বিবেচনার জন্য এটা পর্যাপ্ত সময় নয়। তারপরও যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে- এখানকার মানুষের কথা বলে যে সাহিত্য তা আমাদের নাড়া দেয়। এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তৈরি হওয়া বাংলাদেশের সাহিত্য বাংলাদেশের মানুষের কণ্ঠের প্রতিনিধি রূপে বিশ্বসাহিত্যে দাঁড়িয়ে যায়। নিজেদের কথা বলে জানান দেয় বাংলাদেশের ছোটগল্পের অস্তিত্ব।আমরা এখনো গদ্য সাহিত্যে কলকাতামুখি হয়ে আছি। সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় যতটা এখানে পরিচিত বা বিক্রিত শওকত আলী, হাসান আজিজুল হক, আবু রুশদ ততটা পরিচিত নন। আর নাক সিঁটকে বলি বাংলাদেশে ভালো উপন্যাস কিংবা গল্প এখনো লেখা হয়নি।বাংলাদেশের গল্প বলতে আমরা খুব বেশি গল্প কিংবা গল্পকারদের খুঁজে পাই না। বলতে যারা আগ্রহী তাদের জন্য সদ্য অতিক্রম করা সময় কিংবা চলমান তরুণ-অতিতরুণদের সৃষ্টি নিয়ে এ সঙ্কলন। এই সময়ে যারা ভালো গল্প লিখছেন তাদের লেখার সঙ্গে পরিচিত হতে চাই, দেখতে চাই বাংলাদেশের এই সময়ের গল্পের গতিপথ। সেই আগ্রহ থেকেই ‘এই সময়ের নির্বাচিত গল্প’ সঙ্কলন সম্পাদনার চিন্তা। আমার মতো যারা এই সময়ের তরুণদের গল্প পড়তে আগ্রহী তারা পেয়ে যাবেন ভালোলাগার মতো কিছু লেখা। আশা করি তাদের হাতে আগামী দিনের বাংলাদেশের কথাসাহিত্য সমৃদ্ধি লাভ করবে।বাংলাদেশি গল্পের জগতে ২০০০-২০১৫ পর্যন্ত যাদের পদার্পণ ঘটেছে তাদের মধ্য থেকে সেরা গল্পকারদের সেরা গল্পটি এই সঙ্কলনে রাখার চেষ্টা করেছি। আর এই সঙ্কলনে স্থান পাওয়া গল্পগুলো বাংলাদেশের প্রতিনিধিত্বশীল কোনো জাতীয় দৈনিকের সাহিত্য বিভাগ কিংবা প্রথম শ্রেণির সাহিত্য পত্রিকায় ছাপা হওয়া।গল্পের মান কিংবা গল্পের মধ্যে আসলে কোনো গল্প আছে কিনা সেটা পাঠক বিচার করবে। যদি পাঠকের ভালো লাগে আর আগামী দিনের বাংলা কথাসাহিত্য এর মধ্যে কারো হাতে আলোকিত হয় তাহলে এই শ্রম স্বার্থক হবে।‘এই সময়ের নির্বাচিত গল্প সঙ্কলনে’ যাদের গল্প রয়েছে, তারা হলেন, একুয়া রেজিয়া, আনিফ রূবেদ, আহমেদ জসিম, আশিক রেজা, কবীর রানা, চন্দন আনোয়ার, নিরমিন শিমেল, নূর কামরুন নাহার, দ্বিত্ব শুভ্রা, বদরুন নাহার, বিপাশা মন্ডল, মাজুল হাসান, মেহেদী উল্লাহ, মোজাফ্ফর হোসেন, রফিকুজ্জামান রণি, রিপনচন্দ্র মল্লিক, শাহ ইয়াসিন বাহাদুর, শাহনেওয়াজ বিপ্লব, সমীর আহমেদ, সাদিয়া মাহজাবীন ইমাম, স্বকৃত নোমান, হামিম কামাল, হাসান অরিন্দম ও হোসনে আরা মণি।বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় লিটলম্যাগ চত্বরের আড্ডা প্রকাশনের ০৯ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন হারিস মিজান। মূল্য ৩শ` টাকা।এসইউ/এমজেড/পিআর

Advertisement