স্বাস্থ্য

এখন থেকে ডিএনসিসির কোভিড হাসপাতালে হবে ডেঙ্গু চিকিৎসা

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যুর সারিও হচ্ছে দীর্ঘ। এ পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদপ্তরের একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সভার সিদ্ধান্ত মোতাবেক, রোববার (২৩ অক্টোবর) থেকে ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর হচ্ছে।

এরই মধ্যে হাসপাতালটিতে ডেঙ্গুরোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। একই সঙ্গে সেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

Advertisement

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে রোগীদের চিকিৎসায় আরও হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন কোভিড হাসপাতাল, বিএসএমএমইউয়ের নতুন হাসপাতাল ইউনিট এবং লালকুঠি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

এরই মধ্যে ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুরোগীদের চিকিৎসা দেওয়া শুরু হচ্ছে।

আরও পড়ুন>>

রেকর্ড ৯২২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, দুইজনের মৃত্যু

Advertisement

এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৪০৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সবমোট ৩০ হাজার ২৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৫১৩ জন। একই সময়ে মারা গেছেন ১১২ জন। ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যুর খবর আসে গত ২১ জুন।

এএএম/এমকেআর