দেশজুড়ে

টি-শার্ট দেখে দেখে বিএনপির নেতাকর্মীদের পেটালো ছাত্রলীগ-যুবলীগ

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নেতাকর্মীদের পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হারুন পার্ক ও মাছ মহাল এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।

উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মেদ তায়েবুর রহমান হিরণ জাগো নিউজকে বলেন, গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে আমাদের কর্মী সম্মেলন চলছিল। সভা থেকে কিছু লোক বাইরে ঘুরতে বের হন। তবে, আমাদের নেতাকর্মীদের গায়ে আলাদা রঙের টি-শার্ট ছিল। নেতাকর্মীরা পৌর শহরের হারুন পার্ক ও মাছ মহাল এলাকায় ঘুরতে গেলে টি-শার্ট দেখে দেখে আমাদের নেতাকর্মীদের মারধর করেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এতে মাসুদ, রাসেল, সাইদুর, সুমন ও রিয়াজউদ্দিন নামের পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেন। একজন ভর্তি আছেন।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকারের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Advertisement

তবে পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুন জাগো নিউজকে বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী বিএনপির লোকজনকে মারধর করেনি।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, শুধু ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। কেউ আহত হয়েছেন কি না জানা নেই। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

Advertisement