দেশজুড়ে

বরগুনায় দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

বরগুনার আমতলীতে এক লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠায়।

Advertisement

তারা হলেন- বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কুল্লা গ্রামের জীবন শেখ (২০), একই জেলার রামপুর উপজেলার খেজুরমহল এলাকার ইমরান শেখ (২৮) ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কেওতা গ্রামে মো. রাকিব (১৯)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আমতলী উপজেলায় জাল টাকা লেনদেন করে আসছে একটি চক্র। শুক্রবার রাতে ওই চক্র উপজেলার খেকুয়ানী বাজারে জালালের চায়ের দোকান ও মজিবরের ফলের দোকানে ৫০০ টাকার নোট দেন। ওই টাকা দেখে দুই ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেয়। তাদের দেহ তল্লাশি করে তের হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ। তিন প্রতারকের দেওয়া তথ্যমতে ওইদিন রাতে পটুয়াখালীর পানামা হোটেল থেকে আরও এক লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, তিন প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

আরএইচ/জেআইএম