ক্যাম্পাস

রাবিতে উচ্চশিক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডুকেশন ক্লাবের (আরইউইসি) আয়োজনে দিনব্যাপী বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ‘ওয়ান ডে ফর স্টাডি অ্যাব্রড’ শিরোনামে এ কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Advertisement

কর্মশালায় বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ উন্নত করার কৌশল ও আইইএলটিএস ও জিআরইর প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক দিক নির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইএমকে সেন্টার অ্যাডুকেশন ইউএসএর উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকি তুহিন, আউটরিচ কো-অর্ডিনেটর রুহুল আমীন ও জিআরই কোয়ান্ট স্কুলের ফাউন্ডার ও মেন্টর সৌরভ সীমান্ত। এছাড়া একটি অনলাইন এলামনাই আলোচনা পর্বও ছিল। এখানে দুজন এলামনাইয়ের নিজেদের স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মনির হোসেন মাহিন/আরএইচ/এমএস

Advertisement