গোপালগঞ্জর কাশিয়ানীতে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
Advertisement
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তিলছড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু শেখ ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের মুখলেস শেখের ছেলে।
Advertisement
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটরসাইকেলে করে রাজু শেখ কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজু মারাত্মক আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআর
Advertisement