জোকস

সপ্তাহের রসালাপ: ভবনের উচ্চতা মাপার উপায়

‘বোর পরমাণু মডেলের’ জনক প্রখ্যাত পদার্থবিজ্ঞানী নীলস বোরের ছোটবেলার একটি ঘটনা। নীলসের মন খুব খারাপ। কারণ পরীক্ষায় একটি প্রশ্নের উত্তরে সে শূন্য পেয়েছে। প্রশ্নটি ছিলো এরকম- ‘ব্যারোমিটারের সাহায্যে একটি ভবনের উচ্চতা কীভাবে মাপা সম্ভব?’ উত্তরটি তার জানা ছিলো না। তাই বলে তো আর প্রশ্ন ছেড়ে আসা যাবে না। মা বারবার বলে দিয়েছে ‘সব উত্তর’ করে আসার জন্য।

Advertisement

তাই বুদ্ধি খাটিয়ে সে লিখলো- ‘দড়ি বেঁধে ভবনের ছাদ থেকে ব্যারোমিটারটি নিচে ফেলে দিতে হবে। তাহলে ঐ দড়ির দৈর্ঘ্যই হবে ভবনের উচ্চতা’। শিক্ষক উত্তর দেখে খুশি তো হননি বরং ভেবেছেন ছেলেটি দুষ্টমি করে উত্তরটি লিখেছে, তাই তাকে ডেকে খাতাটা বাড়িয়ে দিয়ে বললেন, ধরে নিলাম উত্তরটা তুমি জানো, দ্বিতীয়বার তোমায় সুযোগ দিচ্ছি, চটপট উত্তরটা লিখে ফেল।ছেলেটি ভাবলো,এবার আর ভুল করা যাবে না।

তাই এবার সে লিখলো,আমি ভবনের উপর থেকে নেমে এসে ভবনের অ্যাটেনডেন্টকে বলব,ভবনের প্রকৃত উচ্চতাটি বললে আমি তোমাকে এই ব্যারোমিটারটি উপহার দিবো,তখন সে বলে দিবে আর আমি জেনে নিবো।এবার হয়েছে,এবার নম্বর না দিয়ে শিক্ষক যাবেন কোথায়?এই ভেবে মনে মনে এক চোট হেসে নিলো ছেলেটি।কিন্তু তার উত্তর দেখে এবার আর শিক্ষকও ভুল করলো না।দিয়ে দিলেন পুরো শূন্য(0)!

পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল করলেও পরবর্তীতে সেই ছেলেটিই হয়ে ওঠে।

Advertisement

লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/এমএস

Advertisement