দেশজুড়ে

ভূমি অফিসের সেবা বাড়াতে গোলঘর চালু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের সেবা বৃদ্ধির জন্য ‘শ্যামল ছায়া’ নামে একটি গোলঘর চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে গোলঘর উদ্বোধন করেন। এখন থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হবে এই গোল ঘরে।উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদার এসি ল্যান্ড আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান। এসময় জেলা প্রশাসক বলেন, ভূমি অফিস নিয়ে মানুষের আতঙ্ক দূর করতে হবে। এখানে সরকারি খরচে মানুষ দ্রুততম সময়ে সেবা পেতে পারে সে জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি তিনটি উপজেলা ভূমি অফিসেও পর্যায়ক্রমে এ ধরনের গোলঘর প্রতিষ্ঠাসহ সবকটি অফিসকে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।এদিকে, বর্তমান অর্থবছরে সেরা ভূমিকর আদায়ের জন্য তিনজন ভূমি সহকারী কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদেরকে একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এসি ল্যান্ড জানান, চলতি অর্থবছরে উপজেলায় মোট ভূমিকর ধার্য্য করা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ২৬ হাজার ১২০ টাকা। যার মধ্যে গত ছয়মাসে ৮৬ লাখ ৬৬ হাজার ৬১৭ টাকা আদায় সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, এটা জেলার মধ্যে সবচেয়ে বেশি আদায়।সালাউদ্দিন কাজল/ এমএএস/পিআর

Advertisement