শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ৩২৪ কেন্দ্রে ৮৮০টি অনার্স কলেজের প্রায় ৫ লাখ পরীক্ষার্থী এতে অংশ নিবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

এমএইচএম/এমআইএইচএস/জেআইএম

Advertisement