বিনোদন

অভিনেতা সৌরভ দাস ঢাকায়, আড্ডা দিচ্ছেন মিথিলা-নাবিলা ও সাফা

অভিনেতা সৌরভ দাস ঢাকায়, আড্ডা দিচ্ছেন মিথিলা-নাবিলা ও সাফা

ঢাকায় এসেছেন কলকাতার অভিনেতা সৌরভ দাস। রোববার (১৬ অক্টোবর) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

Advertisement

ওই পোস্টের ছবিতে দেখা যায়, ঢাকায় এসে বেশ আনন্দে আছেন সৌরভ দাস। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা, নাবিলা ও সাফা কবির। তারা একঙ্গে আড্ডা দিচ্ছেন।

ছবির ক্যাপশনে সৌরভ দাস লিখেছেন, ‘পূর্বের সুন্দরীদের সঙ্গে’।

জানা গেছে, অভিনেত্রী মিথিলার বাসায় অতিথি হয়েছেন তিনি।

Advertisement

তবে হঠাৎ তার ঢাকায় আসার হেতু কী সে বিষয়ে কিছুই জানাননি সৌরভ।

এদিকে সৌরভের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে ‘আয়নাবাজি’ ছবির নায়িকা নাবিলা লেখেন, ‘প্রিয় বন্ধু যখন আমার শহরে’।

কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবে সেখানে শিল্পীদের প্রিয়মুখ মিথিলা। প্রায় সবার সঙ্গেই বেশ সখ্য তৈরি হয়েছে তার। সৌরভও তার ব্যতিক্রম নন। তবে এর বাইরেও এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় পর্বে।

এমআই/এমএমএফ/জেডএইচ/

Advertisement