নাটোরের বাগাতিপাড়ায় বিবাহবার্ষিকীতে শতাধিক গাছের চারা রোপণ করেছেন বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মনজুরুল ইসলাম লিটন।
Advertisement
ছাত্রদের সহযোগিতা নিয়ে রোববার (১৬ অক্টোবর) রাস্তার দুপাশে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেন তিনি।
প্রভাষক লিটন বলেন, বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতে এই বৃক্ষরোপণ। বেঁচে থাকা পর্যন্ত এটি অব্যাহত রাখতে চাই।
উপজেলার জামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তার দুপাশে শতাধিক গাছের চারা রোপণ করেন তিনি।
Advertisement
উপজেলার জামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা খাতুনের সঙ্গে দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভাষক লিটন। প্রথম বিবাহবার্ষিকীতেও শতাধিক গাছের চারা রোপণ করেন তিনি।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম