রাজনীতি

মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের ১৩ থানা কমিটি বিলুপ্ত

জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ১৩ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Advertisement

শনিবার (১৫ অক্টোবর) মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়েবা ইউসুফ ও সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, কাফরুল, মিরপুর, পল্লবী, রূপনগর, শাহআলী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার বিদ্যামন কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

‘মহিলা দলের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে সব থানা ও ওয়ার্ডে সম্মেলন বা কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগির শুরু হবে’ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

কেএইচ/এএএইচ/জেআইএম