২০২১ আরব আমিরাত বিশ্বকাপে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়ার দাবি জোরালো করেছিল পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায় বাবর আজমদের। এরপর গত একটি বছর টি-টোয়েন্টিতে নিজেদের শ্রেষ্ঠত্বেরই প্রমাণ দিয়েছে পাকিস্তানিরা।
Advertisement
সর্বশেষ নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শিরোপাটাও জিতে নিলো পাকিস্তান। ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। যদিও একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততে পারবে না পাকিস্তান।
কিন্তু যে মিডল অর্ডার নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল বাবর আজমদের, সেই মিডল অর্ডারের দৃঢ়তাতেই আজ নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। ১৫তম ওভারে ইশ সোধির কাছ থেকে ২৫ রান নিয়ে ম্যাচের গতিই ঘুরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ এবং হায়দার আলি।
বাংলা ওয়াশ সিরিজে শিরোপা জয়ের পর বিশ্বকাপে চোখ রাখলো চ্যাম্পিয়ন পাকিস্তান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে গিয়ে, ‘এবার লক্ষ্য বিশ্বকাপ’ বলেই মন্তব্য করলেন বিজয়ী অধিনায়ক বাবর আজম এবং ম্যান অব দ্য ফাইনাল মোহাম্মদ নওয়াজ।
Advertisement
মোহাম্মদ নওয়াজ সঞ্চালকের একেবারে শেষ প্রশ্নের জবাবে বলেন, ‘সামনে বিশ্বকাপ। এখন আমরা আমাদের দৃষ্টিটা বিশ্বকাপের দিকেই নিবদ্ধ করছি।’ অধিনায়ক বাবর আজম শেষ প্রশ্নের জবাবে বললেন, ‘ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে যে আত্মবিশ্বাস অর্জন হয়েছে, বিশ্বকাপে আমরা এই আত্মবিশ্বাস নিয়েই যেতে পারছি।’
ফাইনাল সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ নওয়াজ। ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ছিলেন ৩৮ রানে। বল হাতে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তিনি বলেন, ‘গত কয়েকদিনে অনেক পরিশ্রম করেছি। আজ ম্যাচে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করছি, যেভাবে নেটে অনুশীলন করেছিলাম। মিডল অর্ডারে ব্যাটিং অনেক সহায়ক যে কোনো দলের জন্য। আমাদের যে পরিকল্পনা ছিল সেটাই ছিল মূল এবং সে পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে পারফর্ম করতে পেরেছি।’
১৫তম ওভারে ২৫ রান নেয়া প্রসঙ্গে নওয়াজ বলেন, ‘হায়দার আগের ওভারেই দু’একটা বাউন্ডারি মেরে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আর ওই ওভারে আমরা বাতাসের গতিকে কাজে লাগিয়েছি। তবে এখানে ঠান্ডা অনেক বেশি। পাকিস্তান-শ্রীলঙ্কার মত দেশ থেকে এসে এখানে নিজেদের মানিয়ে নেয়া কঠিন। এখন আমরা বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।’
অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমাদের দল যেভাবে খেলেছে, তাতে তারা কৃতিত্ব দাবি করতেই পারে। ডেথ ওভারে বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। আর আমাদের মিডল অর্ডার যেভাবে খেলেছে, সেটা ছিল অসাধারণ। সুতরাং, আমাদেরকে আরও এগিয়ে গিয়ে পারফর্ম করতে হবে।’
Advertisement
উইকেট স্লো হওয়ার পরও ফিল্ডিং নেয়া প্রসঙ্গে বাবর বলেন, ‘উইকেট দেখার পরও টসের সময় আমি আমার চিন্তা পরিবর্তন করিনি। উইকেটও তেমনটাই ছিল (কিছুটা স্লো)। (এই জয়ের পর) আত্মবিশ্বাস নিয়েই আমরা অস্ট্রেলিয়া বিশ্বকাপে যেতে পারবো।’
আইএইচএস/জিকেএস