বিনোদন

মাসুম আজিজের অবস্থা কিছুটা উন্নতির দিকে

দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক মাসুম আজিজ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ আজ (১৩ অক্টোবর) সারাদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

Advertisement

তবে আজ (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। তিনি তার ফেসবুক পোস্টে এ সম্পর্কে লেখেন, ডাক্তারের অভিমত অনুযায়ী মাসুম আজিজ ভাই আগের চাইতে কিছুটা ভালো আছেন। সঠিক তথ্য না জেনে বা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান না করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ।

২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। চলতি বছর ভূষিত হয়েছেন একুশে পদকে।

Advertisement

এমআই/এমএমএফ/এমআইএইচএস