আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে এ হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো ৭৮ জন। খবর রয়টার্স ও বিবিসির। বিবিসি বলছে, দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছে। আশ্রয় শিবিরে স্থানীয় লোকজন খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এমন সময় বিস্ফোরণ ঘটেছে। বর্নো প্রদেশের দিকওয়া শিবিরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।গত ৩১ জানুয়ারি মাইদুগুরিতে বোকো হারামের হামলায় ৬৫ জন নিহত হয়। বোকো হারাম জঙ্গিরা দেশটির সেনাবাহিনীর দখলে থাকা বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর লড়াই চালিয়ে আসছে। গত ছয় বছরে দেশটিতে বোকো হারামের হামলায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে অারো অন্তত ২০ লাখ মানুষ।এসআইএস/আরআইপি

Advertisement