ভারতে মূল্যস্ফীতি বেড়ে সেপ্টেম্বরে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মূলত খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এই পরিসংখ্যান সামনে এসেছে। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। কারণ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে ব্যাংকটি এরই মধ্যে কয়েক দফায় সুদের হার বাড়িয়েছে। বুধবার (১২ অক্টোবর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, এক বছর আগের চেয়ে গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। যদিও ব্লুমবার্গের পূর্বাভাসে বলা হয়েছিল এই সময় মূল্যস্ফীতি হতে পারে ৭ দশমিক ৩৬ শতাংশ।
দেশটিতে সেপ্টেম্বরে খাদ্যের মূল্য বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। একই সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বেড়েছে ১০ দশমিক ৩৯ শতাংশ।
এক বছর আগের চেয়ে আগস্টে ভারতে ভোক্তা মূল্যসূচক বাড়ে সাত শতাংশ, যা ব্লুমবার্গের পূর্বাভাস ৬ দশমিক ৯০ শতাংশের চেয়ে বেশি। তাছাড়া জুলাইতে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৭১ শতাংশ।
Advertisement
ভারত সরকারের তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্যের দাম ৭ দশমিক ৬২ শতাংশ বাড়ে। একই সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ে ১০ দশমিক ৭৮ শতাংশ। পোশাক ও জুতার দাম বাড়ে ৯ দশমিক ৯১ শতাংশ, আবাসনের দাম বাড়ে ৪ দশমিক শূন্য ৬ শতাংশ।
মূলত চলতি মৌসুমে অস্বাভাবিক বৃষ্টি ও রেকর্ড তাপপ্রবাহ দেখছে ভারত। এতে দেশটির ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়েছে।
এমএসএম
Advertisement