দেশজুড়ে

আগামী এক মাসের মধ্যে লোডশেডিং ঠিক হয়ে যাবে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উত্তরাঞ্চলের মঙ্গাকে জাদুঘরে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Advertisement

তিনি বলেন, আগে একসময় উত্তরবঙ্গ ‘মঙ্গা’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনায় মঙ্গা জাদুঘরে স্থান নিয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার সরকার গঠন করে ১৪ বছর ধরে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ১৪ বছর আগে দিনাজপুর শহর যেমন ছিল, তার থেকে আজকের চিত্র ভিন্ন। ১৪ বছর আগে দিনাজপুর থেকে যে ছেলে বিদেশে গেছে, সে দেশে ফিরে আজ দিনাজপুর শহরকে চিনছে না। যে ছেলে ১৪ বছর আগে কাঁচামাটির বাড়ি রেখে বিদেশে গেছে, সে দেশে ফিরে দেখে পাকা বাড়ি। আগে রাস্তাঘাট কাঁচা ছিল, আজ তা পাকা হয়েছে।’

Advertisement

আগামী এক মাসে দেশের চলমান লোডশেডিং স্বাভাবিক হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বৈশ্বিক সমস্যার কারণে শুধু বাংলাদেশ লোডশেডিংয়ের কবলে নয়, বিশ্বের বহু দেশে আমাদের দেশের তুলনায় লোডশেডিং বেশি হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। সরকার লোডশেডিং থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে লোডশেডিং ঠিক হয়ে যাবে।’

সম্মেলনের উদ্বোধক ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু।

Advertisement

অনুষ্ঠানের শুরুতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম