মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার। ২৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিমের জন্ম১৯২১ সালে খুলনার বাগেরহাটে জমিদার প্রফুল্ল রায় চৌধুরী ও কুসুম কুমারী দেবীর ঘরে জন্ম। স্কটিশ চার্চ কলেজ থেকে কলা ও শিক্ষার উপরে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে ১৯৪৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ডক্টরেটও অর্জন করবেন। ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৭২ সালে অধ্যাপক পদে উন্নিত হন। বাংলা একাডেমি পুরস্কার, বেগম রোকেয়া পদক, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
অমিতাভ বচ্চনের জন্মভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৪২ সালে উত্তর প্রদেশের এলাহাবাদে জন্ম। ১৯৬৯ সালে সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা খ্যাতি পান। ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৪টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার সহ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ফ্রান্সের সরকারের পক্ষ থেকে লেজিওঁ দনরের নাইট উপাধিতে ভূষিত হয়েছেন।
Advertisement
ঘটনা১৭৩৭- কলকাতায় ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে ৩ লাখ লোকের মৃত্যু।১৮৯৯- দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও ব্রিটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ।১৯৫৭- প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।১৯৬২- চীন-ভারত যুদ্ধ শুরু।১৯৭৪- গিনি বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।১৯৭৮- জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদবিরোধী বিশেষ অধিবেশন অনষ্ঠিত হয়।
জন্ম১৮৭১- বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ।১৮৭৭- বাঙালি লেখক, ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।১৯২১- বাঙালি শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম।১৯৬৫- ভারতীয় ধারাবাহিক আদালতের অভিনেতা রনিত রায়।
মৃত্যু১৯৩৮- বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু।১৯৯১- বাংলাদেশি সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী।২০০৭- লেখক, শিল্পী, কবি ও সংগীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ (শ্রী চিন্ময়)।২০১২- ফরাসি গায়ক ফ্রাঙ্ক আলমো।২০১৯- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রবার্ট ফরস্টার।
দিবসআন্তর্জাতিক কন্যাশিশু দিবস
Advertisement
কেএসকে/জিকেএস