আবারো ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী অরিজিত সিং। ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে কনসার্টে গাইতে আগামী ১০ মার্চ ঢাকায় আসবেন তিনি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেড। আয়োজক প্রতিষ্ঠানটি থেকে আরো জানানো হয়েছে, অরিজিৎ সিংয়ের সঙ্গে ঢাকায় আসবে ১০০ জন সদস্যের একটি দল। এই কনসার্টের ব্যাপারে বিস্তারিত শিগগিরই আরো বিস্তারিত জানানো হবে। এর আগে ২০১৪ সালের ১২ ডিসেম্বর ঢাকায় একটি কনসার্টে গাইতে এসেছিলেন অরিজিত। সেসময় কনসার্টটির পৃষ্ঠপোষকতায় ছিল ই-ম্যাকার্স ইভেন্টস। উল্লেখ্য, সনি টিভির ‘ফেম গুরুকূল’ নামক সংগীত প্রতিযোগিতার মাধ্যমে গায়ক হিসেবে আবির্ভাব ঘটেছিল অরিজিত সিংয়ের। এরপর বলিউডের অনেক ছবিতে তার গাওয়া বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। ‘অশিকি-২’ ছবির ‘তুম হি হো’ শীর্ষক গানের মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন অরিজিত। শুধু বলিউড নয়, কলকাতার চলচ্চিত্রে অরিজিতের গাওয়া গান আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল গানটি গেয়ে বাংলা ভাষাভাষীদের হৃদয়ও জয় করতে সক্ষম হন। বর্তমানে বলিউড ও কলকাতা চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ততম গায়কও এ অরিজিত সিং। এনই/এলএ/আরআইপি
Advertisement