গণমাধ্যম

সম্মাননা পেলেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বলসহ ১০ জন

স্তন ক্যানসার সচেতনতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কার পেলেন জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বলসহ ১০ সাংবাদিক।

Advertisement

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ক্যানসারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠনের মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত স্তন ক্যানসার সচেতনতা দিবস উদযাপনের ১০ বছর শীর্ষক আলোচনা সভায় তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়া অন্যান্য সাংবাদিকরা হলেন— নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হামিমুল কবীর, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি, কালবেলার আঙ্গুর নাহার মন্টি, চ্যানেল আইয়ের জান্নাতুল বাকেয়া কেকা, বিজনেস স্টান্ডার্ডের ফেরদৌস মোবারক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, বাসসের জান্নাতুল ফেরদাউস, সংবাদ সারাবেলার নাসরিন সুলতানা।

এএএম/এমএএইচ/জেআইএম

Advertisement