খেলাধুলা

কালই রানে ফিরবে দুই ওপেনার: কোচ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরু থেকেই দারুণ খেলছে বাংলাদেশ। টানা চার ম্যাচ জিতে প্রথমবারের মত সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। তবে দল জিতলেও ওপেনিং জুটি নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত চার ম্যাচের কোনটিতেই জ্বলে উঠতে পারেনি সাইফ-পিনাকরা। তবে সেমিফাইনালে ওপেনাররা ফর্মে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে কোচ বলেন, ‘আমরা আসলে ভালো করার জন্য মুখিয়ে আছি। ওদের (ওয়েস্ট ই্ন্ডিজ) বিপক্ষে আমরা তিনটি ম্যাচ খেলেছি। প্রতিটি বোলার ও ব্যাটসম্যান সম্পর্কে আমাদের ধারণা ভালো। ওদের সম্পর্কে ধারণাটাই আমাদের সেরা প্রস্তুতি। ওপেনাররা রানে ফেরার চেষ্টা করছে। আশা করছি হয়ে যাবে।’বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের এই দলের সঙ্গে তিনটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তাই প্রতিপক্ষ অনেকটাই চেনা। ওই সিরিজে দলের অপেনার সাইফ হাসান ম্যান অদ দ্যা সিরিজ হয়েছিলেন। তাই কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আবার সে রানে ফিরবে বলে বিশ্বাস কোচের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের আগে আমরা খেলেছি। সাইফ হাসান ওই সিরিজে সেরার পুরস্কার পেয়েছে। একটা সেঞ্চুরিও করেছিলো। সাইফ যদি কাল থাকে, তবে সে ভালো কিছু করবে বলে আশা করি।’এবারের আসরের প্রায় সব ম্যাচেই শুরুর দিকে একটু ধীরে খেলার পরিকল্পনা থাকে বাংলাদেশের। বেশি উইকেট না খোয়ানোর ভাবনায় শেষপর্যন্ত রানও কম হচ্ছে আর উইকেটও হারাচ্ছে তারা। সেমিফাইনালে এবার চিন্তটা কেমন হবে জানতে চাইলে কোচ বলেন, ‘আলাদা আলাদা কন্ডিশনে আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা থাকে। প্রতিপক্ষের শক্তি এবং উইকেট দেখেই আমরা খেলার চেষ্টা করি। ইনশাল্লাহ কালও এভাবেই খেলবো। আমাদের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করবো।’তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে, তারাই জিতে বলে জানান বাবুল। তাই আগামী দিনটি সেরা খেলা খেলে নিজেদের করে নিতে চান তিনি। দলের সবার চেষ্টাও তাই থাকবে বলে জানান কোচ। ২৩০ থেকে ২৫০ করতে পারলে জয় সম্ভব মনে করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু ওদের সেরা শক্তি পেস অ্যাটাক। আমাদের টপ অর্ডার যদি ঠিকঠাক পারফর্ম করে, তাহলে মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের কাজটা সহজ হয়ে যায়। প্রথমে ব্যাটিং করে ২৩০ বা ২৫০ যদি করতে পারি, বা এর চেয়ে বেশি যদি হয়, ভালো একটা কিছু আমরা করতে পারবো।’আরটি/আইএইচএস/এবিএস

Advertisement