নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন ও এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
Advertisement
এসএম সুলতান কমপ্লেক্সে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমণ, আর্ট ক্যাম্প, শিশুস্বর্গের শিশুদের আর্ট প্রদর্শনী ও বাউল গানের আসরের আয়োজন করা হয়।
এ সময় শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
Advertisement
হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস