গরুপাচার মামলায় জেলবন্দি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এবার নির্বাচন পরবর্তী সহিংসতা মামলাতেও হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতের সিবিআই।
Advertisement
এর আগে এই মামলায় অনুব্রতকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার (১০ অক্টোবর) সেখানে বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা।
গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় অনুব্রতকে একাধিকবার তলব করেছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তখন হাজিরা এড়িয়ে যান তিনি। পরে গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে যান। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে অনুব্রতকে, এই শর্ত দেওয়ার পাশাপাশি সিবিআই তাকে গ্রেফতার করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দেয় উচ্চ আদালত।
এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) করে সিবিআই। তাদের যুক্তি, অনুব্রতের রক্ষাকবচ আগাম জামিনের অনুরূপ। ফলে তদন্ত থমকে যেতে পারে। তদন্তে সহযোগিতা না-ও করতে পারেন অনুব্রত।
Advertisement
এমএসএম