ভ্রমণ

‘পূর্ণিমায়’ তাজমহলের রূপ দেখতে কবে ও কখন যাবেন?

তাজমহলের সৌন্দর্য দেখতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ভিড় করেন ভারতের আগ্রায়। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নির্দশন হিসেবে নির্মাণ করেন বিশাল এই মহল। এর নাম দেন তিনি তাজমহল।

Advertisement

তাজমহলের রূপ দিনের বিভিন্ন সময় পরিবর্তিত হয়, ঠিক একই ভাবে রাতেও এর সৌন্দর্য ভিন্ন আঙ্গকে ধরা পড়ে পর্যটকদের চোখে। তবে তাজমহলে রূপ যেন সব সৌন্দর্যকেই হার মানায় পূর্ণিমার রাতে।

পূর্ণ চাঁদের আলোয় তাজমহলের চারপাশে আলো প্রতিফলিত হয়ে হীরার মতো জ্বলজ্বল করে। এ দৃশ্য সত্যিই অবিশ্বাস্য! অনেক পর্যটকই পূর্ণিমায় তাজমহলের রহস্যময় এই রূপ দেখার জন্য অপেক্ষা করে।

তাদের জন্য সুখবর হলো এই মাসে মোট ৪ দিন পূর্ণ চাঁদের আলোয় পর্যটকরা উপভোগ করতে পারবেন তাজমহলের এই রূপ। এ সময় তাজমহলও খোলা থাকবে পর্যটকদের জন্য।

Advertisement

তাজমহলের তত্ত্বাবধায়ক প্রত্নতাত্ত্বিক রাজকুমার প্যাটেল জানিয়েছেন, তাজমহল শুক্রবার বন্ধ থাকলেও পর্যটকরা শনি থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিন পূর্ণিমার রাতে তাজমহলের অবিশ্বাস্য রূপ দেখার সুযোগ পাবেন।

আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, আগ্রহীরা এএসআই অফিসের কাউন্টার থেকে একদিন আগে টিকিট কিনতে পারবেন।

এই অক্টোবরে শারদ পূর্ণিমা ৯ ও ১০ তারিখের মধ্যবর্তী রাতে পালিত হবে। এই সুন্দর ঘটনাটি ‘চামকি’ নামে পরিচিত।

এই রাতে চাঁদের আলো বিভিন্ন কোণ থেকে সাদা মার্বেলে প্রতিফলিত হয়ে হীরার মতো আলোকিত হয়ে ওঠে। যা দেখলে নজর ফেরানো দায়।

Advertisement

এই বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে বিশ্বের পর্যটকরা তাজমহলে ভিড় করেন। তবে এই অপরূপ দৃশ্য দেখার সুযোগ পাবেন মাত্র ৪০০ জন।

পর্যটকদেরকে ৮ স্লটে বিভক্ত করে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাজমহল দেখার সুযোগ দেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস