দেশজুড়ে

গলায় দুধ আটকে ১০ মাসের শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় মায়ের বুকের দুধ পান করার সময় খাদ্যনালীতে আটকে নাফিজা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার নগরঘাটা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

শিশু নাফিজা ওই এলাকার কামরুল ইসলাম ও হাফিজা দম্পতির একমাত্র সন্তান।

তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব সরদার জাগো নিউজকে বলেন, আমরা সবসময় মায়েদের বলে থাকি- শিশুদের কখনো শোয়ানো বা ঘুমন্ত অবস্থায় বুকের দুধ পান করাবেন না। শিশুকে সবসময় ৪৫ ডিগ্রি কাত করা অবস্থায় দুধ পান করাতে হবে। নতুবা এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে মাসহ পরিবারের সবাইকে সচেতন হতে হবে।

জানা গেছে, ২০১৯ সালে উপজেলার নগরঘাটা গ্রামের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সঙ্গে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আনারুল ইসলামের মেয়ে হাফিজা বেগমের বিয়ে হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের কোলজুড়ে আসে নাফিজা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মায়ের বুকের দুধ পান করার সময় নাফিজার খাদ্যনালীতে আটকে যায়। এসময় দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারমান কামরুজ্জামান লিপু বলেন, শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। শিশু নাফিজার মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আহসানুর রহমান রাজীব/ইএ