দেশজুড়ে

শেরপুরে খাস জমি দখলের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

শেরপুরের ঝিনাইগাতীতে খাস জমি দখলকে কেন্দ্র করে ইমান আলী ফেকাসু (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কাংশা বাজারে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত ইমান আলী ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরণ মামলাসহ অন্তত ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কাংশা বাজারের একটি খাস জমি দখল নিয়ে স্থানীয় জুব্বার ও জলিলের পরিবারের সঙ্গে ইমান আলী ফেকাসুর দীর্ঘদিন ধরে মামলা ও শত্রুতা চলছিল। সম্প্রতি জুব্বার ও জলিলের বিরুদ্ধে ফেকাসু তার মেয়েকে অপহরণের মামলা করেন৷ এসবের জেরে আজ বিকেলে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলায় যাওয়ার পথে জুব্বার ও জলিলের পরিবারের সদস্যরা ফেকাসুর ওপর হামলা করেন৷ এসময় উপর্যুপরি দায়ের কোপে তার পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় ফেকাসুর দুই ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, স্থানীয় বাজারের একটি খাস জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আজ বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। এসময় তার মৃত্যু হয়।

Advertisement

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশের অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইমরান হাসান রাব্বী/ইএ

Advertisement