শিক্ষা

ফটোগ্রাফি প্রশিক্ষণ

বাংলাদেশে বিশ্বমানের প্রফেশনাল ট্রেনিং দেবার লক্ষ্যে অরেঞ্জবিডি লিমিটেড চালু করেছে অরেঞ্জ ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং (ওআইপিটি)। ওআইপিটি এবং ফেসবুক ভিত্তিক ফটোগ্রাফি ক্লাব Photography in our dreams এর যৌথ উদ্যোগে ফটোগ্রাফির মৌলিক বিষয় সমূহের উপর কোর্স চালু হতে যাচ্ছে। প্রায় ২ মাস ব্যাপী এই ফটোগ্রাফি কোর্স আগামী ০১ ডিসেম্বর শুরু হবে। কোর্সের প্রতিটি ক্লাস দুই ঘন্টাব্যাপী, কোর্সে সর্বমোট ২৪ টি ক্লাস থাকবে।যে সকল বিষয় সমূহের উপর ভিত্তি করে কোর্সের পূর্ণ অবকাঠামো সাজানো হয়েছে তা হলো: Exposure Triangle, Camera Light Meeting, Focusing, White Balance, Composition, Histogram and File Systems এবং Basic Editing/Post Processing. অত্যাধুনিক ল্যাব সুবিধাসহ সকল পেশাজীবী এবং শিক্ষার্থীদের সুবিধার্থে Regular এবং Executive Batch এ ভর্তির সুযোগ রয়েছে। কোর্স রেজিস্ট্রেশন ফি ৭ হাজার ৫০০ টাকা। কোর্সটি সমন্বয় করবেন: এল কে এম ইকবাল সোহেল, হেলাল রহমান, অ্যাডমিন ফটোগ্রাফি ইন আওয়ার ড্রিমস।

Advertisement