জাতীয়

‘অসহায়দের মানবিক ও আইনি সহায়তা প্রয়োজন’

অসহায় ও দুস্থ, গরীব মানুষের জন্য লিগ্যাল এইড এর কাজগুলো অত্যন্ত কঠিন। এই কাজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যারা কাজ করে তারাও ধৈর্যের সঙ্গেই কাজগুলো করেন। দুস্থ, অসহায়, গরীব মানুষদের মানবিক ও আইনি সহায়তা সঠিকভাবে দিতে পারছি না। সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে হয়তো আমরা তাদের সহায়তা দিতে পারবো।

Advertisement

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘লিগ্যাল এইড ইন বাংলাদেশ: সার্ভ হিউম্যানেটি অ্যান্ড সেইভ সোসাইটি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের বিচারপতি ও লিগ্যাল এইড এর চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এসব কথা বলেন।

তিনি বলেন, শশুড় আর জামাই গরু ভাগাভাগি করতে গিয়ে সুপ্রিম কোর্টে চলে এসেছে। এই হল আমাদের সমাজের অবস্থা। আমরা সমাজটাকে যদি চিনতে পারি তাহলে এমনটা হতো না। আমাদের সমাজে বিচার প্রার্থী শুরুতেই মিথ্যার আশ্রয় নেয়। ফলে বিচারক ও আইনজীবীদের সঠিক বিচারকার্য সম্পাদন করা কঠিন হয়ে পড়ে।

তেজগাঁও কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরা বলেন, এই জগতে মানবতার উপর বেশি গুরুত্ব দিয়েছেন সৃষ্টিকর্তা। আমরাই তৈরি করেছি উত্তম, মধ্যম ও অধম। আমরা সমাজে তৈরি করছি অসম প্রতিযোগিতা, অস্বাভাবিক মানসিক চাহিদা। নারী নির্যাতন, মাদকসহ নানা সমস্যা। মানবতা ও উত্তম সমাজ গঠনের কাজ করছে লায়ন্স ক্লাব।

Advertisement

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা-৩১৫ এ-২ এর জেলা গভর্নর প্রকৌশলী মো. আব্দুল ওহাব বলেন, প্রতিবছর বিভিন্ন ধরনের কাজ করে আমাদের ক্লাব। আমরা গরীব দুঃস্থদের খাবার বিতরণ করি। এবার আমাদের চিন্তা রয়েছে গরীব দুঃস্থদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এছাড়া তাদের উন্নয়নের জন্য আরও বেশ কিছু কাজ হাতে নিয়েছি।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর-৩১৫ জালাল আহমেদ বলেন, সমাজের অনেক মানুষ আছে যাদের আইনি সহায়তা নেওয়ার মতো অর্থ নেই। অথচ তাদের অধিকার রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে। আমাদের উচিত এসব মানুষকে আইনি সহায়তা দেওয়া।

সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ লায়ন অ্যাডভোকেট হোসনে আরা বাবলি। এসময় আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদস্য অ্যাডভোকেট সালমা হাই টুনি, অ্যাডভোকেট মুনমুন নাহার প্রমুখ।

আরএসএম/জেএস/এএসএম

Advertisement