দেশজুড়ে

ফরিদপুরে সম্প্রীতির মেলায় মানুষের ঢল

ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর সম্প্রীতির মেলা। বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালীনগরে (কালীবাড়ি) এ মেলা অনুষ্ঠিত হয়।

Advertisement

বুধবার (৫ অক্টোবর) দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ ঐতিহ্যবাহী মেলা।

সরেজমিনে দেখা যায়, বিজয়া দশমীর মেলায় সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢল। সম্প্রীতির এ মেলায় সব ধর্মের মানুষের উপস্থিতি লক্ষণীয়। মেলায় হরেক রকমের তৈজসপত্র, লক্ষ্মী প্রতিমা ও মিষ্টান্ন ভান্ডারসহ নানা পণ্যের পসরা নিয়ে আছেন দোকানিরা। বেচাকেনাও বেশ ভালো।

স্থানীয় ব্যবসায়ী বাসুদেব কুমার জাগো নিউজকে বলেন, এই মেলার ঐতিহ্য প্রায় ২০০ বছরের। বিজয়া দশমীর দিন হিন্দু-মুসলমান, ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির মানুষ মেলার আনন্দ উপভোগ করেন।

Advertisement

মেলায় আসা স্কুলশিক্ষক অজিৎ মন্ডল জাগো নিউজকে বলেন, জন্মের পর ছোটবেলা থেকেই বিজয়া দশমীর দিন এই মেলায় আসা হয়। এখানে কাছের-দূরের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা হয়। এখানে সব ধর্মের মানুষের মিলনমেলা বসে। এ মেলা যেন সম্প্রীতি বন্ধন। অনেক আনন্দ হয়।

বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা নিরাপদ কর্মকার জাগো নিউজকে বলেন, সম্প্রীতির এ মেলায় সব ধর্মের মানুষের উপস্থিতিতে সরগরম থাকে পুরো এলাকা। এখানে উপজেলার প্রায় অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

মেলায় আসা সালথা উপজেলার গুপিনাথপুর গ্রামের প্রবীণ ব্যক্তি হরেন্দ্র নাথ মজুমদার বলেন, বাবা-ঠাকুরদার আমল থেকে এ মেলায় আসছি। দুর্গোৎসবের শেষ দিনে বিসর্জনের আগে কুমার নদীর এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীরা এ মেলা থেকে লক্ষ্মী প্রতিমা কেনেন লক্ষ্মী পূজার জন্য। এটাও মেলার একটা ঐতিহ্য।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, মেলায় সব ধর্মের মানুষের সমাগম হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ থাকে আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

এন কে বি নয়ন/এসআর/জিকেএস