জাতীয়

অবশেষে পেট থেকেই বের হল স্বর্ণের বার

পেটের ভেতর স্বর্ণ শনাক্তের কয়েকঘণ্টা পর অবশেষে বেড়িয়ে এলো সেগুলো। মঙ্গলবার দিবাগত রাতে প্রাকৃতিকভাবেই রোমান তালুকদারের পেট থেকে বের হয়েছে ৯ টি স্বর্ণের বার। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রোমানের পেটে ৩ প্যাকেট স্বর্ণ শনাক্ত করেছে শুল্ক গোয়েন্দা। কুয়ালামপুর থেকে আগত রোমান পেটে স্বর্ণ থাকার কথা অস্বীকার করলেও উত্তরার একটি ক্লিনিকে করা তার এক্স-রে রিপোর্টে ধরা পরে পেটে থাকা স্বর্ণের বারের প্যাকেটগুলো। প্রাকৃতিকভাবে পেট থেকে স্বর্ণগুলো বের করার জন্য তাকে উৎসাহী করা হয়েছিল রাতেই। অন্যথায় অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিল শুল্ক গোয়েন্দা। অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে সেই স্বর্ণ বেড়িয়ে এসেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে জানান, অবশেষে মিডিয়া ও বিভিন্ন সংস্থার সামনে সে স্বর্ণগুলো বের করে। এগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। রোমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রোমানের বাড়ি কুমিল্লার দাঊদকান্দিতে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১৮৭ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। এআর/জেএইচ/পিআর

Advertisement