দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহসিন শিকদার নামের জনতা ব্যাংকের সাবেক এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি স্বর্ণ, নগদ চার লাখ টাকা এবং প্রমাণ মুছে দিতে বাড়ির সিসি টিভির ডিভিআর মেশিন খুলে নিয়ে গেছে ডাকাত দল।

Advertisement

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের মধুগড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মহসিন শিকদারের ছেলে ডা. মো. মাহমুদুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলায় মাহমুদুর রহমান উল্লেখ করেন, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বাসার ড্রয়িং রুমের গ্রিল কেটে মুখে কাপড় বাঁধা অবস্থায় ৭-৮ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে আলমারির তালা ভেঙে ১৮ ভরি স্বর্ণ, নগদ চার লাখ টাকা নিয়ে যান তারা। যাওয়ার সময় তারা বাড়ির সিসি টিভির ডিভিআর মেশিনটি খুলে নিয়ে যান। তবে পরিবারের কাউকে জখম করা হয়নি।

Advertisement

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ডাকাতির ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস