প্রবাস

‘দেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রবাসীদের সজাগ থাকতে হবে’

‘প্রবাস থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। প্রতিনিহত মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের অপপ্রচার বন্ধে প্রবাসীদের সজাগ থাকতে হবে।’

Advertisement

রোববার (২ অক্টোবর) মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ আয়োজিত হামট্রামিক সিটির কাবাব হাউসের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এসব কথা বলেছেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশ দুর্নীতিতে কয়েকবারই চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই অবস্থা থেকে ফিরিয়ে এনে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। দেশ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসী রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে। নাদেল বলেন, বিএনপি ও জামায়াত জোট সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া, সুরঞ্জিত সেন গুপ্ত, বদর উদ্দিন কামরান, এমপি জেবুন্নেছা হক, যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়।

‘জোট সরকারের সময় হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি আর গ্রেনেড হামলায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং বিশ্ব-দরবারে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছিল।’

Advertisement

শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। দেশের যোগাযোগ ব্যবস্থায় পদ্মাসেতু নির্মাণের ফলে অর্থনৈতিক উন্নয়নে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উদ্বোধনে তথ্যপ্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করছে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাদের কষ্টার্জিত অর্থের প্রণোদনা ২ থেকে ২.৫ শতাংশে উন্নতি হয়েছে।

‘আর্থ-সামাজিক উন্নয়নে দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবর্তী ভাতা ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন। অবৈতনিক শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, বছরের শুরুতে ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিচ্ছেন। এমনকি ছিন্নমূল মানুষকে বাসস্থানসহ কর্ম-সংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন।

এক প্রশ্নের জবাবে নাদেল বলেন, আপনাদের উত্থাপিত দাবির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত। দাবি জানিয়ে বসে থাকলে হবে না, লেগে থাকতে হবে। আশা করি মিশিগানে স্থায়ী কনন্স্যুলেট সার্ভিস অফিস স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুর শাকুর খান মাখনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাহী চৌধুরী এলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সদস্য খালেদ আহমদ, মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব, সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী নাছির, মিশিগান মহানগর যুগ্ম সম্পাদক মিজান মিয়া জসিম, যুবলীগ নেতা ফরহাদ আহমদ গুলজার, ছাত্রলীগ নেতা রিভু চৌধুরী ও এজে পাশা। আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মৃদুল কান্তি সরকার। পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন আকবর হোসেন।

Advertisement

এমআরএম/জিকেএস