বাজারে সবে উঠতে শুরু হয়েছে শিম। যদিও দাম বেশ চড়া, তবে সবজি খেতে যারা পছন্দ করেন তাদের কাছে দাম কোনো বিষয় নয়! অল্প কিনে না হয় তৈরি করুন ভিন্ন স্বাদের শিম ভর্তা।
Advertisement
গরম ভাতের সঙ্গে এই ভর্তা আপনার ক্ষুধা আরও বাড়িয়ে দেবে। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সুস্বাদু শিম ভর্তার ঝটপট রেসিপি-
উপকরণ
১. শিম পরিমাণমতো২. কাঁচা মরিচ স্বাদমতো৩. পেঁয়াজ কুচি ২-৩ টেবিল চামচ৪. তেলাপিয়া মাছ ভাজা ২টি৫. রসুন কুচি ২টি৬. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ ও৭. লবণ স্বাদমতো
Advertisement
পদ্ধতি
চুলায় প্যান গরম করে হালকা তেলে সবগুলো উপকরণ আলাদা করে ভেজে নিতে হবে। প্রথমে আস্ত শিম হালকা ভাঁপে আধা সেদ্ধ করে নিন। তারপর হালকা তেলে ভেজে নিন।
এরপর একে একে আস্ত কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ও মাছ ভেজে নিন আলাদা করে। সব উপকরণ ভাজা হয়ে গেলে সেগুলো হালকা ঠান্ডা করে নিন।
এবার সব উপকরণ পাটায় বেঁটে নিতে হবে একেক করে। সবশেষে ধনেপাতার সঙ্গে পরিমাণমতো লবণ মিশিয়ে বেঁটে নিন। ভর্তা ভালো করে মেখে নিন।
Advertisement
ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু শিমের ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই শিম ভর্তা।
জেএমএস/জেআইএম