নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি থাইল্যান্ড। মাত্র ৮২ রানে গুটিয়ে গিয়ে হারে ৯ উইকেটের বড় ব্যবধানে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে একশ পার করতে পেরেছে দলটি।
Advertisement
যদিও বড় হার এড়াতে পারেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আজ (মঙ্গলবার) থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। এতে তারা পয়েন্ট তালিকায় বাংলাদেশকে চারে নামিয়ে উঠে গেছে তিনে।
একতরফা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। ওপেনার হারসিথা সামারাবিক্রমার ৬৯ বলে ৮০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে লঙ্কানরা। শেষদিকে ২১ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৯ রানের এক ক্যামিও ইনিংস খেলেন নিলাক্ষি ডি সিলভা।
থাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পাথায়ং। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।
Advertisement
জবাবে পুরো ২০ ওভার ব্যাট করলেও ৫ উইকেটে ১০৭ রানেই থেমে যায় থাইল্যান্ডের ইনিংস। ওপেনার নানাপাথ কনচারয়েকাই ২১ বলে ২৫ করে আউট হন। ৪২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন চানিথা সুথিরুয়াং।
শ্রীলঙ্কার অচিনি কুলাসুরিয়া ১৯ রানে নেন ২টি উইকেট।
এমএমআর/জিকেএস
Advertisement