দেশজুড়ে

গুইমারার বিভিন্ন পূজামণ্ডপে সেনাবাহিনীর আর্থিক অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন।

Advertisement

সোমবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গুইমারার শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির ও শ্রী শ্রী কেন্দ্রীয় কালি বাড়ী মন্দির মণ্ডপ পরিদর্শনকালে আর্থিক অনুদান তুলে দেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

এ সময় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বলেন, বিভিন্ন ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে।

Advertisement

পরিদর্শনকালে শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির ও শ্রী শ্রী কেন্দ্রীয় কালি বাড়ী মন্দির দুর্গাপুজা মণ্ডপে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন রিজিয়ন কমান্ডার। এছাড়া গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে দুই লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম