নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ‘যুগপৎ’ আন্দোলনের লক্ষ্যে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি ও জাতীয় পার্টি (কাজী জাফর)।
Advertisement
সোমবার (৩ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জাতীয় পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি। সংলাপে বিএনপির পক্ষ থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন সংলাপে।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে জাতীয় পার্টির সঙ্গে একমত হয়েছে বিএনপি।
Advertisement
কেএইচ/এমএএইচ/জেআইএম