জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন টিকিট চালু করা হয়েছে আজ রোববার। দীর্ঘদিনের পুরনো টিকিটের পরিবর্তে বিজ্ঞান জাদুঘরে অবস্থিত সৌর বাগানের প্রতিবিম্ব তুলে ধরে টিকিটটি তৈরি করা হয়েছে।
Advertisement
আজ (২ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাদুঘর পরিদর্শনে আগত খুদে দর্শক দীপিকাকে দিয়ে টিকিটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এখন থেকে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত এ টিকিটের মাধ্যমে জাদুঘরে ঢুকতে পারবেন সবাই।
মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, আধুনিক টিকিট চালুর উদ্দেশ্য হলো- দর্শকদের মধ্যে বিজ্ঞান জাদুঘরের প্রতি আকর্ষণ সৃষ্টি করা। প্রত্যেক দর্শক বিজ্ঞান জাদুঘরের দূত হয়ে যেন জাদুঘরের সৌন্দর্য ও নান্দনিক স্থাপত্যশৈলী জনগণের কাছে পৌঁছে দেন।
তিনি বলেন, জাদুঘর কোনো অফিস নয়, এটি পুরোপুরি দর্শক ও শিক্ষার্থীভিত্তিক একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখান থেকে বিজ্ঞানের আলো বিচ্ছুরিত হয়ে পুরো দেশ আলোকিত হবে। বিজ্ঞান জাদুঘরের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার জন্য কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করতে হবে।
Advertisement
বিজ্ঞান জাদুঘরে প্রতি বছর প্রায় দেড় লাখ দর্শক আসেন। এ সংখ্যা দিন দিন বাড়ছে। বিজ্ঞানশিক্ষা ও বিজ্ঞানভিত্তিক বিনোদনের জন্য এটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
এমওএস/এসএএইচ/জিকেএস