খেলাধুলা

এবার গ্যালারির ছাদ ভেঙে পড়লো চিলিতে

ইন্দোনেশিয়া ফুটবল মাঠে দাঙ্গায় যখন ১৭০ জনেরও বেশি সমর্থক নিহতের খবর পাওয়া যাচ্ছে, তখন আরেমকি দুর্ঘটনার স্বাক্ষী হলো ফুটবল বিশ্ব। লাতিন আমেরিকান দেশ চিলির একটি ক্লাবের স্টেডিয়ামের গ্যালারির ছাদ ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় বেশ কিছু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

Advertisement

রাজধানী সান্তিয়াগোয় চিলির ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় আকস্মিক ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদ। গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে, ছাদ ভেঙে পড়ার সময় সেখানে কয়েকশত উৎসাহী সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয় জরুরিভিত্তিক সেবা দফতরের কর্মীরা দ্রুত সেখানে উদ্ধারকাজ চালান। চিলির এক সংবাদপত্রে লেখা হয়েছে, বেশ বড় সংখ্যায় ক্লাব সমর্থকদের দেখা যায় সেই ছাদের উপর উঠে হইচই, লাফালাফি করতে। যারই ফলশ্রুতিতে কাঠামো ভেঙে পড়ে।

চিলির এই ক্লাবের ঐতিহ্যই হচ্ছে, কখনও কখনও সমর্থকদের বিপুল উৎসাহের মধ্যে অনুশীলন করার। তাদের ভাষায় এটাকে বলা হয়, ‘আরেংগাজো।’ সামনে গুরুত্বপূর্ণ কোনও ম্যাচ থাকলেই অনেক সময় এটা করা হয়। রোববার যেমন কোলো কোলো চিলির ডার্বি ম্যাচ খেলবে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিরুদ্ধে।

Advertisement

কোলোকোলো ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ ঘটনাটা আজই ঘটেছে। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা স্বাভাবিক আচার-আচরণের প্রতিও বিন্দুমাত্র মর্যাদা দেখায় না। ওই সকল অসভ্য মানুষগুলো ছাদের ওপর লাফালাফি করার ফলে সেই ছাদ ভেঙে পড়ে।’ এমনিতে বুধবার কাতোলিকার খেলা ছিল ইউনিভার্সিদাদ দা চিলির সঙ্গে। সেই ম্যাচে দর্শকদের মাঠে ফেলা আতসবাজিতে ইউনিভার্সিদাদের গোলরক্ষক আহত হন।

আইএইচএস/