পিতলের গামলার মধ্যে বসে হবু দম্পতি। চারদিকে গাঁদা, গোলাপ আর রজনীগন্ধার পাপড়ি ছড়ানো, এভাবেই সাজিয়ে তোলা হয়েছিল আলি ফজল ও রিচা চাড্ডার গায়ে হলুদের অনুষ্ঠান।
Advertisement
রিচা চাড্ডার পরনে ছিল লেহেঙ্গা চোলি, আর আলি ফজলের পরনে সাদা শেরওয়ানি, গলায় অর্কিডের মালা পরে, হাতে হাত ধরে সঙ্গীত সেরিমনিতে জমিয়ে নাচলেন আলি-রিচা।
সঙ্গীত সেরিমনি চলাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন হবু দম্পতি আলি-রিচা। ‘সঙ্গীত সেরিমনি’-তে বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেলো আলি ফজল ও রিচা চাড্ডাকে। চলতি সপ্তাহেই দিল্লিতে হবে বিয়ের অনুষ্ঠান। এর আগে ১১০ বছরের পুরোনো দিল্লির জিমখানা (১৯১৩ সালে প্রতিষ্ঠিত) ক্লাবে বসেছিল আলি ফজল-রিচা চাড্ডার গায়ে হলুদ ও সঙ্গীতের আসর।
বিয়ের অনুষ্ঠানের জন্য পুরোনো বাড়ি, পুরোনো স্টাইল বেছে নিলেও তারকা দম্পতির রিসেপশন মুম্বাইতে জমকালোভাবেই আয়োজিত হবে। ২৯ সেপ্টেম্বর থেকে অক্টোবরের শুরু পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে তারকা দম্পতির বিয়ের যাবতীয় অনুষ্ঠান।
Advertisement
সঙ্গীত সেরিমনির জন্য রিচার পোশাক ডিজাইন করেছেন রাহুল মিশ্রা, আর আলি ফজল পরেছিলেন আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। বিয়ের ‘সঙ্গীত সেরিমনি’তে বন্ধুদের সঙ্গে জমিয়ে মজা করতে দেখা গেলো আলি ফজল-রিচা চাড্ডাকে।
View this post on InstagramA post shared by TulipFazal (@tulipfazal_)
এমআরএম/এমএস
Advertisement