দেশজুড়ে

ছোট ভাইয়ের জন্য রুটি নিয়ে বাড়ি ফেরা হলো না তামিমের

দাদার সঙ্গে শনিবার সকালে নাস্তা করতে দোকানে যান মিনহাজ হোসেন তামিম (১১)। নাস্তা করে ছোট ভাইয়ের জন্য রুটি কেনে সে। দাদাকে না জানিয়ে বাড়ির পথে রওনা করে তামিম। পথে পা পিছলে রাস্তার পাশের এক পুকুরে পড়ে পানিতে ডুবে যায় সে। দুপুরে পুকুরে ভেসে ওঠে তামিমের নিথর দেহ।

Advertisement

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে। শনিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত তামিম ওই গ্রামের মিজানুর রহমান মিয়াজীর ছেলে। সে নিশ্চিন্তপুর গ্রীন ফেয়ার কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তামিম মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানিয়েছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, দাদার সঙ্গে নাস্তা করতে গিয়ে তামিম আর বাড়িতে ফেরেনি। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুপুরে ওই পুকুরে তামিমের মরদেহ ভেসে ওঠে।

Advertisement

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তার পরিবারের লোকজন জানিয়েছে ছেলেটি মৃগী রোগী ছিল। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এএএইচ