সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক বসতবাড়ি থেকে মাসহ দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মবুপুর গ্রামের সুলতান আলীর বাড়ির তালাবদ্ধ ঘর থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির মালিক সুলতান আলীকে।
Advertisement
নিহতরা হলেন- সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০) এবং তার দুই সন্তান জিহাদ সেখ (১০) ও মাহিম সেখ (৪)। রওশনের স্বজনদের দাবি, সুলতান তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পালিয়েছেন।
নিহত রওশন আরার ছোট বোন লিলি খাতুন জাগো নিউজকে বলেন, আমার বোন পাশের গ্রামের তাঁত কারখানায় সুতার কাজ করতো। কিন্তু তিনদিন ধরে কাজে না যাওয়ায় মহাজন সকালে আমাকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। সেজন্য আমি বিকেলে বোনের বাড়িতে এসে দেখি ঘরে তালা। ঘরের জানালা দিয়ে উঁকি দিলে নাকে দুর্গন্ধ ভেসে আসে। পরে পাশের কয়েকজনকে ডেকে এনে তালা ভেঙে দেখি আমার বোন আর ভাগ্নেদের মরদেহ পড়ে আছে।
তিনি আরও বলেন, আমার বোনজামাই নাকি আরও বিয়ে করেছে। সে এখানে মাঝে মাঝে আসতো। দুদিন আগেও নাকি এসেছিল। কিছুদিন আগে সে জেল থেকে বের হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
Advertisement
এ প্রসঙ্গে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পচে যাওয়া মরদেহগুলো উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
এমআরআর/জেআইএম