নওগাঁর রানীনগরে কারাভোগ থেকে বের হয়ে এক বিধবা নারীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আলী সরদার (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রানীনগর থানায় মামলা করেন ওই নারী।
Advertisement
এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়িতে একা ছিলেন ওই নারী। এসময় পাশের একটি ঘরে দরজা খোলার শব্দ পেয়ে ছালমা দরজার পর্দা সরালে দেখতে পান একই গ্রামের চয়েন আলী দাঁড়িয়ে আছেন। এখানে কেন এসেছেন জানতে চান তিনি। এসময় চয়েন জানায় পুলিশ তাকে তাড়া করেছে এ কারণে লুকিয়ে এসেছে।
এ সময় চয়েনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলায় ক্ষিপ্ত হয় দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতের কাছে থাকা বটি নিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে চয়ন চলে যান।
ভুক্তভোগী ওই নারী জানান, ছেলে ঢাকায় থাকায় গ্রামের বাড়িতে আমি একা থাকি। এ সুযোগে বাড়িতে ঢুকে আমাকে হত্যাচেষ্টা করেন চয়েন আলী। চয়েন তার স্ত্রীকে হত্যা করেছিল। সে সময় আমার স্বামীসহ গ্রামের অনেকেই পুলিশকে সহায়তা করেছিল যাতে সে আটক হয়। হয়তো একারণে আমাকে হত্যাচেষ্টা করে চয়েন।
Advertisement
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হত্যাচেষ্টার অভিযোগে চয়েন আলী সরদারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমরা চয়েনকে গ্রেফতারের চেষ্টা করছি।
আব্বাস আলী/আরএইচ/এমএস