দেশজুড়ে

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না’

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। কারণ নির্বাচনের সময়ে যদি দলীয় সরকার থাকে তাহলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। নির্বাচন যদি হতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। অন্যথায় বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে তাদের ভয়।

Advertisement

মির্জা ফখরুল বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নাকি হাঁটু ভাঙা দল, তাই তারা লাঠি হাতে নিয়েছেন। বিএনপিকে লাঠি হাতে নিতে হয় না। বিএনপি জনগণের শক্তির ওপর ভর করে হাঁটে। আর আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে, তাই তারা পুলিশ নিয়ে চলে।

আব্দুর রহমান আরমান/জেডএইচ/