দেশজুড়ে

মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ মো. শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) বিকেলে সীমান্তের মাটিলা গ্রাম থেকে এসব স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার করা হয়। শওকত আলী ওই গ্রামের মনছুর আলীর ছেলে।

Advertisement

বিজিবি খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক (আধিনায়ক) শাহীন আজাদ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জানান, সীমান্তের মাটিলা গ্রামের জোড়া পুকুরের পাড়ে টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় বিজিবি টহল দল ধাওয়া করে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।

পরে তাকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার কাছে শুল্ক ফাকি দেওয়া আমদানী করা স্বর্ণের বার রয়েছে। এসময় তার কোমরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৫৫ গ্রাম। জব্দকরা স্বর্ণের মূল্য তিন কোটি ৩১ লাখ ৯২ হাজার ২১৮ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দেওয়া হয়েছে। উদ্ধারকরা স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Advertisement

আব্দুল্লাহ আল মাসুদ/এমআইএইচএস