দর্শকদের জন্য চমকপ্রদ খবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। শরতের বিশেষ অফার হিসেবে এ সিনেপ্লেক্স দিচ্ছে সিনেমা দেখে বিমানযোগে ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের টিকিট জিতে নেওয়ার সুযোগ।
Advertisement
সিনেমা দেখে এমন অফার পাওয়ার ঘটনা সচরাচর ঘটে না। দেশের সিনেমাপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এটি অনেক বড় সুযোগ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখবেন তাদের মধ্য থেকে বিজয়ীরা লটারির মাধ্যমে পাবেন দুদিনের জন্য ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের টিকিট।
ইউএস বাংলা এয়ালাইন্সের সৌজন্যে এ টিকেট দেওয়া হবে। স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় যেকোনো সিনেমা দেখে আকর্ষণীয় এ অফার উপভোগ করা যাবে।
Advertisement
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। তাই তাদের কথা বিবেচনা করে আমরা নানারকম পদক্ষেপ নিয়ে থাকি। দর্শক যত বেশি হলে গিয়ে সিনেমা দেখবে, দেশের সিনেমা ইন্ডাস্ট্রি তত বড় হবে।
‘দর্শককে সিনেমা দেখায় উৎসাহিত করতে আমরা প্রায়ই বিভিন্ন ইভেন্ট করে থাকি ও মৌসুমভিত্তিক অফার ঘোষণা করি। গত জুন মাসে আমাদের ‘ক্রেজি সামার অফার’ জয় করে কক্সবাজারের হোটেল সায়মনে এক রাত থাকা ও বিমানে আসা-যাওয়ার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ হাসান মুনতাকিম।
দ্বিতীয় রানার আপ বোরহান ও তৃতীয় রানার আপ মুশাররাত বিনতে আলম পেয়েছিলেন হোটেল সায়মনে এক রাত থাকলে আরেক রাত ফ্রি থাকার সুযোগ। বছরজুড়ে এরকম অনেক আয়োজন থাকে আমাদের। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে এসব অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
২০০৪ সালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। বর্তমানে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ার ও মিরপুর এক নম্বরের সনি স্কয়ার, বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বগুড়ায় আরও দুটি শাখার নির্মাণকাজ চলছে।
Advertisement
এমআই/এসএএইচ/এমএস