বিনোদন

ঢাকায় পৌঁছেছেন প্রিয়তি

বাংলাদেশের মেয়ে অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি গেল ১৪ বছর ধরে আয়ারল্যান্ডে বাস করছেন। গেল বছর তিনি ‘মিস আয়ারল্যান্ড’ খেতাব পেয়েছেন। প্রিয়তি ফেসবুকে জানিয়েছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (একুশে ফেব্রুয়ারি) শহীদদের প্রতি সম্মান জানাতে ঢাকায় আসবেন তিনি। অবশেষে আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকায় নেমেছেন। ফেসবুকে প্রিয়তি জানান, ‌‘বহুদিন পর নিজের দেশে পা রেখে পুলকিত বোধ করছি। আশা করছি দারুণ কিছু সময় কাটবে এখানে।’প্রসঙ্গত, দুই সপ্তাহের এই সফরে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি প্রিয়তি আরো কিছু কর্সসূচি নিয়ে এসেছেন। ‘সবার জন্য শিক্ষা’ ও ‘শক্তি বিদ্যালয়’ নামে দুটি ফাউন্ডেশন দেখতে পরিদর্শন করবেন তিনি। সেইসঙ্গে একটি হাসপাতালে অসুস্থ দুই শিশুকে দেখতে যাবেন এবং রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকেও দেখতে যাবেন।প্রিয়তি সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে ইন্টারন্যাশনাল রানওয়ে কুইনস রিকগনেশন অ্যাওয়ার্ডস-এ পুরস্কৃত হন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে মিস ইউনিভার্সাল রয়্যালটি ২০১৩, আয়ারল্যান্ডে মিজ আয়ারল্যান্ড ২০১৪, মিস হট চকোলেট ২০১৪, মিস ফটোজেনিক ২০১৪, সুপার মডেল অব দ্য ইয়ার ২০১৪, মিস আয়ারল্যান্ড আর্থ ২০১৫ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিস আর্থ হিসেবে প্রথম রানার-আপ ২০১৬, মিস কমপ্যাশনেট ২০১৬, মিস বেস্ট গাউন ২০১৬, মিস ফিটনেস ২০১৬ হয়েছেন।এলএ

Advertisement