তথ্যপ্রযুক্তি

মজিলার পর এবার সাফারি থেকেও বাদ পড়ছে গুগল

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বাদ দিয়ে ইয়াহুকে ব্যবহার করার ঘোষণা দিয়েছে বহুল ব্যবহৃত ফায়ারফক্স ব্রাউজারের নির্মাতা মজিলা। এবার মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সাফারি ব্রাউজার থেকেও ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বাদ পড়তে যাচ্ছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। আগামী বছরের শুরু থেকে সাফারি ব্রাউজারে গুগল সার্চের পরিবর্তে মাইক্রোসফটের বিং কিংবা ইয়াহুকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখা যেতে পারে। খবর দ্য ভার্জ।জানা যায়, ২০০৭ সালে সাফারি ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয় উভয় প্রতিষ্ঠান। তবে চলতি বছর শেষেই শেষ হয়ে যাবে ওই চুক্তি। আর এ কারণে গুগলকে সরিয়ে বিং কিংবা ইয়াহুকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহারের জন্য এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মাইক্রোসফট ও ইয়াহুর কর্মকর্তারা।সংবাদ মাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এরই মধ্যে অ্যাপলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এডি কিউর সঙ্গে মাইক্রোসফট ও ইয়াহুর কর্মকর্তারা তাদের সার্চ ইঞ্জিনকে সাফারি ব্রাউজারে ডিফল্ট হিসেবে ব্যবহার করার জন্য আলাদাভাবে সাক্ষাত্ করেছেন। জানা যায়, অ্যাপল এরই মধ্যে মাইক্রোসফটের বিং সার্চকে নিজেদের বেশ কয়েকটি সেবার সঙ্গে যুক্ত করেছে।সম্প্রতি গুগলকে বাদ দিয়ে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহু ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মজিলা। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সার্চ সেবা খাতে মজিলার ফায়ারফক্স ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকবে ইয়াহু।বিশ্লেষকদের মতে, ধারাবাহিকভাবে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ইন্টারনেটভিত্তিক সেবা থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বাদ পড়ার কারণে চাপের মুখে পড়বে গুগল। এছাড়া ইউরোপের বাজারেও কিছুদিন ধরেই চাপের মুখে রয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।

Advertisement