আন্তর্জাতিক

ইরাকের কুর্দি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বা আইআরজিসি আবারও ইরাকের কুর্দিস্তানে অবস্থিত কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আইআরজিসি। পাশাপাশি এ হামলায় কমব্যাট ড্রোনও ব্যবহার করেছে তারা।

Advertisement

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির পদাতিক বাহিনী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে রয়েছে কথিত কমলা পার্টি। হামলায় তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২৪ নভেম্বর থেকে আইআরজিসি প্রতিদিন নিয়মিতভাবেই ইরাকের উত্তর অঞ্চলের গেরিলাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

বুধবারের হামলার পর ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চূড়ান্ত জবাব দিয়েছে।

Advertisement

এদিকে ইরানে পুলিশি হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সোমবার ২৬ (সেপ্টেম্বর) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন।

সম্প্রতি ইরানের কঠোর হিজাব আইন অমান্য করার অপরাধে পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী মাহসা আমিনি। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে ওঠে ইরান। এতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলোও।

সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

এমএসএম

Advertisement