পঞ্চগড় বোদা উপজেলার মাড়েয়া এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার হলো।
Advertisement
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম। তিনি বলেন, মৃত ব্যক্তি পুরুষ। বয়স আনুমানিক ৩০ বছরের মতো হবে।
এর আগে এ ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং এক শিশুসহ চারজন নিখোঁজ ছিল।
নিখোঁজরা হলেন- বোদা উপজেলার ময়দানদিঘী খালপাড়া এলাকার বিরেণ চন্দ্রের ছেলে হিমালয়, হাতিভুবা এলাকার মদনের ছেলে ভূপেন, সাকোয়া ভাঙ্গাপাড়ার স্বগেন্দ্রনাথ বর্মণের ছেলে সুরেন ও পঞ্চগড়ের খাটিয়াপাড়ার ধীরেন্দ্রনাথের শিশুকন্যা জয়া রানী।
Advertisement
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৬৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে। সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হস্তান্তর করা ৬৮ জনের মরদেহের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর দুইজন, ঠাকুরগাঁওয়ের তিনজন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। এছাড়া মৃতদের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ১৭ জন। বাকি ২১ জন শিশু।
এমআরআর/এএসএম
Advertisement